শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

চেয়ারম্যান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পরে জিয়াউল হক মিন্টুকে বরণ করলো পৌরবাসী

মো. সুজন মোল্লা, বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী অীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক মিন্টু তার চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি দিয়েছেন। ৩ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে তিনি তার স্বেচ্ছায় করা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি পদত্যাগপত্র জমা দিতে আসার আগেই উপজেলা পরিষদের পূর্বপাশে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের শত শত নারী পুরুষ অবস্থান নেন। পদত্যাগপত্র জমা দিয়ে নিচে নামার পরেই সেখানে এক হৃদয় বিধারক অবস্থার সৃষ্টি হয়, আবেক

আপ্লুত হয়ে পড়েন ইউনিয়নের বাসিন্দারা। অশ্রু সজল নয়নে প্রিয় নেতাকে বিদায় জানিয়ে তারা পুনরায় ইউনিয়নে ফিরে যান। অপরদিকে পশ্চিম প্রান্তে  ফুল ও ফুলের মালা নিয়ে ঝরো হয়েছিলো পৌরসভার সহ¯্রাধিক নারী পুরুষ। ইউনিয়ন বাসিকে বিদায় জানিয়ে  পশ্চিম প্রান্তে আসতেই তাকে মালা দিয়ে বরণ করেন পৌরবাসি। পরে তার হাটার পথে ফুল ছিটিয়ে পৌরসভার নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী হিসেবে মিন্টু ভাইকে দেখতে চাই এই শ্লোগানে শ্লোগানে একটি শোডাউন (মিছিলি) শেখ মুজিব সড়ক প্রদক্ষিণ করে বড় খেয়াঘাট তার নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত এক পথ সভায় জিয়াউল হক মিন্টু বলেন পৌরসভার খেটে খাওয়া সাধারণ মানুষ তার সাথে আছেন। এছাড়াও পৌরসভার কিশোর-যুবক ও জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারাও তার সাথে আছেন। ছাত্র জীবন থেকে দেশ ও আওয়ামী লীগের ক্রান্তিলগ্নে রাজপথে থেকে স্বাধীনতার চেতনা বাস্তবায়নে লড়াই-সংগ্রাম করেছেন। যার ফল স্বরূপ তাকে পর্যায়ক্রমে সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সভাপতি ও সর্বপরি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা দাবী তোলেন এবারের

পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি যেন জন¯্রােতের অনুকুলে দেয়া হয়। পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন জিয়াউল হক মিন্টু রাজনীতির এক আশ্চর্য্য পুরুষ আবার রাজনীতির যাদুকরও। কেননা অল্প দিনের ব্যবধানে পৌরবাসীর হৃদয়ে যে ভাবে স্থান করে নিয়েছেন তা বানারীপাড়ার ইতিহাসে কোন এলাকায় হয়েছে কিনা তার জানা নই। এ সময় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাসুম সহ বিভিন্ন পর্যায়ের আওয়া লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে জিয়াউল হক মিন্টু পৌর শহরের বন্দর বাজারের থানা সড়কে গণসংযোগ করেণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335