বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

ধামইরহাটে সড়ক ও জনপদের কাছে জনগণের অসন্তোষ-ক্ষোভ প্রকাশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সড়ক ও জনপথ (সওজ)’ র রাস্তা সংস্কারে সাধারণ জনগন অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। রাস্তার দু’পার্শ্বে কাদা দিয়ে নওগাঁ সড়ক ও জনপথ ছিল মহা বিতর্কে। সম্প্রতি প্রায় ২০ কোটি টাকা বরাদ্দে আমাইতাড়া মোড় হতে মঙ্গলবাড়ী পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক উচুকরণ কাজ শেষ হয়। বছর না যেতেই রাস্তার পাথরের কুচি উঠতে থাকে, যানবাগনে অল্প ব্রেক চাপলেই স্লিপ কেটে অনেককেই সড়কে রক্ত ঝড়াতেও হয়েছে।

কিছু জায়গায় রাস্তায় ফাটলধরা, রাস্তা দেবে যাওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে ০৩ নভেম্বর ধামইরহাট বাজার এলাকায় সদ্য সমাপ্ত হওয়া নতুন রাস্তায় সারফেস বিটুমিনাস সিঙ্গেল ট্রিটমেন্ট (এসবিএসটি) কাজেরও মান খারাপ হওয়া নিয়ে শুরু থেকেই ক্ষোভ ছিল জনমনে। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন কাজ দেখতে গিয়ে দেখা যায়, বেলচা দিয়ে রাস্তায় পাথরের মোচা কুচি ছিটিয়ে ছড়িয়ে দিতে, এ সময় যানবাহনের চাকার সাথে পাথরকুচি উঠিয়ে যেতে দেখা গেছে। রাস্তায় কোন যান বাহন না আটকিয়ে সাথে সাথে সেখান দিয়ে চলাচল করছে বাস,ট্রাক, ইজিবাইক ও সাধারণ পথযাত্রী, সেখানে এক পার্শ্ব বন্ধ করে এসবিএসটি’ কাজ গুলো করলে তা টেকশই হতো। এ নিয়ে সাধারণ জনগণ এসব কাজকে সরকারের অযথা অর্থ অপচয় করা হচ্ছে বলেই মত দেন অনেকেই।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, জানান, যে কাজ আমরা করছি, সেটি অত্যন্ত কম খরচে এই রিপিয়ারিং পদ্ধতি যাকে আমরা সারফেস বিটুমিনাস সিঙ্গেল ট্রিটমেন্ট (এসবিএসটি) বলছি, এতে ১৫ শতাংশ পাথর রাস্তায় নষ্টও হবে, তাতে কোন সমস্যা নেই, তারপরও যদি রাস্তায় কাজের মান খারাপ হয় আমরা সওজ কর্তৃপক্ষ তা দেখবো।

 

শ্রদ্ধা ও ভালবাসায় সমাহিত হলেন জনপ্রিয় শিক্ষক ও রাজনৈতিক নেতা দেওয়ান হালিমুজ্জামান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সমাহিত হলেন ধামইরহাটের জনপ্রিয় শিক্ষক ও রাজনৈতিক নেতা দেওয়ান হালিমুজ্জামান হেলাল (৬৬)। মৃতের নিকটাত্নীয় আ.ন.ম আফজাল হোসেন জানান, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত কড়ইডাঙ্গা গ্রামের দেওয়ান মরহুম আইয়ুব আলী মাস্টারের ছেলে দেওয়ান হালিমুজ্জামান হেলাল ডায়াবেটিস, কিডনী, হার্টসহ বিভিন্ন

রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর বিকেলে শেষ নিম্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ গ্রামের খোলা মাঠে তাঁর নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম হালিমুজ্জামান হেলাল জীবদ্দশায হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীরর্চ্চা শিক্ষকের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন এবং

ইতিপূর্বে তিনি ১নং ধামইরহাট ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। দাফনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট

পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, মরহুমের বড় ভাই এড.নজমূল দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী কবির দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান এড.আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, মরহুমের শ্যালক ও সহকারী অধ্যাপক (বাংলা) আবু নাছের মো. আফজাল হোসেন, পৌর আ’লীগের সভাপতি মো. আ. মুকিত কল্লোল, জগদল ফারাজিয়া মাদরাসার সুপার মো. নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335