বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

হুইপ স্বপন এমপির আগমনে শিবগঞ্জে আনন্দ মিছিল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার গাংনাই নদীর উপর স্বপ্নের সেতু ভিত্তি প্রস্থর স্থাপন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ উপলক্ষে মেয়র তৌহিদুর রহমান মানিক এর আয়োজনে বুধবার সন্ধ্যায় এক বিশাল আনন্দ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান মোস্তা, যুগ্ম সম্পাদক হাবিবুল আলম মাস্টার, আওয়ামীলীগের সাংগঠনিক

সম্পাদক এমদাদুল হক এমদাদ, রেজাউল করিম চঞ্চল, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধাণ সম্পাদক কৃষিবীদ শাহীনুর আলম, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক রিজ্জাকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগ সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহেন শাহ মন্ডল, আওয়ামী রিক্সা শ্রমিক লীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল প্রমুখ।

 

শিবগঞ্জে মন্ত্রীর প্রতিশ্রুত সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। মন্ত্রীর প্রতিশ্রুত পৌর এলাকার ভুরঘাটা-চাউলাপাড়া এলাকায় গাংনই নদীর ওপর ৪৫ মিটার আরসিসি গার্ডার সেতু নির্মাণ হতে যাচ্ছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬ লাখ টাকা। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আবুল আল মাহমুদ স্বপন এমপি সেতুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এনিয়ে এলাকায় সাজ সাজ রব পড়েছে। সেতু নির্মাণের সংবাদে এলাকায় খুশির বন্যা বইছে।

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান চলতি ২ জানুয়ারি বগুড়ার শিবগঞ্জ সরকারি সফরে আসেন। এসময় তিনি উপজেলার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের এক জনসভার বক্তৃতা করার কথা। তখন তিনি মঞ্চে বসে স্থানীয় একটি পত্রিকা পড়ছিলেন। সেই পত্রিকায় পৌর এলাকার ভুরঘাটা-চাউলাপাড়া মহল্লায় গাংনই নদীর ওপর বাঁশের সাঁকোর একটি ছবি ছাপা হয়। মন্ত্রী সেই ছবি দেখে কষ্ট পান। পরে তিনি প্রধান অতিথির বক্তব্যে

বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে দেশের কোথাও বাঁশের সাঁকো থাকবে না। সেই সময় তিনি সেখানে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। শিবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ হাসিম বলেন,পরবর্তীসময়ে মন্ত্রী মহোদয় সেখানে ৪৫ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণে ৩ কোটি ৬ লাখ বরাদ্দ দিয়েছেন। সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাবরিনা ইন্টারন্যাশনাল।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন,মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান
পত্রিকায় ছবি দেখে আমার এলাকাবাসীর দুঃখ লাঘব করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

শিবগঞ্জে সম্মেলনকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ যুবলীগ নেতা লিটন সহ ১০ জন আহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন বুধবার বেড়পাতাইর সরকারি বিদ্যালয় মাঠে দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় শ্রমিক নেতা ইয়াকুব আলীর খাঁ, শামছুল ইসলাম, মামুন পাটোয়ারী, তরিকুল

ইসলাম, সোহেল রানার নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সম্মেলন ভন্ডুল করার লক্ষ্যে সম্মেলনে আগত নেতা কর্মীদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সদস্য মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা জগলুল হুদা কাজল, ইউপি সদস্য শাহজাহান সাজু মোস্তাফিজুর রহমান মোস্তা, হুমায়ন কবীর পলাশ সহ

১০জন আহত হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক বলেন, বহিরাগত সন্ত্রাসীরা সম্মেলন স্থলে উপস্থিত হওয়ার কারণে সম্মেলন ভন্ডুল হয়ে যায়। এব্যাপারে কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত ক্রমে কিচক ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করার জন্য ৪ জন কে দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা দেওয়ার পূর্বেই হট্টগোল সৃষ্টি হলে সম্মেলন ভন্ডুল হয়ে যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335