শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

ধামইরহাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীর অর্থদন্ড

মাসুদ সরকার,  ধামইরহাট (নওগাঁ)  প্রতিনিধি-  নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়েছে।  ২৯ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা সদরস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৫১ ধারায় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং মুল্য তালিকা না থাকায় এসব ব্যাবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট সিব্বির আহম্মদ এর নেতৃত্বে
মহাদেবপুর মিষ্টান্ন ভান্ডারের ৩ হাজার, দেওয়ান ফার্মেসীর ১ হাজার ৫ শ, রিয়াদ মসলা ষ্টোরের ৩ হাজার এবং সিহাব ষ্টোরের ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপৃস্থিত ছিলেন, মোবাইল কোর্ট পেশকার মেহেদী হাসান ও ধামইরহাট থানা পুলিশ। নির্বাহী ম্যাজিষ্ট্রিট সিব্বির আহমেদ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335