শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

জীবনের শেষ দিন পর্যন্ত গণমানুষের পাশে থাকবো এমপি শাহে আলম

মো. সুজন মোল্লা,বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ও বিশারকান্দি ইউনিয়নে কয়েকটি উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম। বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকেল ৪টায় ইউসিবি প্রকল্পের আওতায় উদয়কাঠি  ভায়া গঙ্গামনি জিপিএস-মুড়িবাড়ি ত্রিমূখীহাট রোড ০০ মি. চেইনেজ ৬০ মি. দৈর্ঘ্য ৮ কোটি,

১৮ লাখ, ৬১ হাজার টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন, ৩ কোটি, ২৩ লাখ, ২০ হাজার টাকা ব্যয়ে এমডিএসপি প্রকল্পের আওতায় বিশারকান্দি ইউনিয়নের পদ্মাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বহুমূখি দূর্যোগ আশ্রয় কেন্দ্রের নব-নির্মিত তিনতলা ভীত বিশিষ্ট ভবনের উদ্বোধন ও একই ইউনিয়নের জামভিটা বাজারে ৩ কোটি, ১৩ লাখ, ৯ হাজার টাকা ব্যয়ে দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেণ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি।

এ সময় তার সাথে ছিলেন, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, ক্রীড়া সম্পাদক  জাহিদ হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, উদয়কাঠি ইউপির চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননি, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, বিশারকান্দি ইউপির সাবেক

চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান, সম্পাদক জামাল পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সম্পাদক মো. সুজন মোল্লা, সদস্য নাহিদ সরদার, যুবলীগ নেতা সুমম রায় সুমন, মশিউর রহমান সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মনির হোসেন, সুমন সিদ্দিকি, শাওন প্রমূখ।

জামভিটা বাজার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করার পরে মো. শাহে আলম এমপি স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেণ। সভাটি এক সময় জনসমুদ্রে রূপনেয়। এ সময় সংসদ সদস্য বলেন, জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত এলাকাবাসীর পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাব। মতবিনিময় সভায় জামভিটা বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তর সভাপতিত্ব বক্তৃতা করেণ, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335