শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

ধামইরহাটে সড়ক দূর্ঘটনার এক সাইকেল আরোহী নিহত

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে যাত্রীবাহি বাস এক বৃদ্ধের প্রাণ কেড়ে নিল। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পিড়লডাঙ্গা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সাইকেলের আরোহী মারাত্মক জখম হয়ে মারা যায়। এছাড়া বাসের ৬ জন যাত্রী গুরুতর আহত হয়।

জানা গেছে, উপজেলার বিকন্দখাস গ্রামের আব্দুল হামিদ (৭০) সাইকেল যোগে ধামইরহাটে আসতেছিল। পথে পিড়লডাঙ্গা নামকস্থানে আসামাত্র বিপরীত দিক থেকে জয়পুরহাট গামী যাত্রীবাহী বৃষ্টিবর্ষা পরিরহন (বগুড়া-জ-০৪-০০১০) বাসটি সাইকেল আরোহী আব্দুল হামিদকে সজোরে ধাক্কা দেয়। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয় এবং মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের যাত্রী নীলফামারী জেলার ডোমার উপজেলার আব্দুল কাদের (৩৫),একই উপজেলার সাগরিকা (৮),মতিবুল (১৩),ওই জেলার কিশোরগঞ্জ উপজেলার মর্জিনা খাতুন (৩২),ধামইরহাটের শংকরপুর গ্রামের বিদ্যুৎ হোসেন (৩২) এবং পত্নীতলা উপজেলার নজিপুর চাঁদপুর গ্রামের মোসা.নুরাণী (৪২) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনা ঘটার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন,বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও চালকের সহকারি পলাতক রয়েছে। সুরতহাল তৈরি করে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রিপোট লিখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335