শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২১ অপরাহ্ন

বগুড়ায় আগুনে পুড়ল পাঁচ দোকান

জিটিবি নিউজঃ বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বগুড়া সদর ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ চেষ্টা চালিয়ে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় ভাই-ভাই মার্কেটের ব্যাবসায়ীরা জানান, ওই মার্কেটের একটি ওয়ার্কসপে লেদের কাজ করার সময় হঠাৎ করে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত সময়ের মধ্যে আশপাশের আরও পাঁচটি দোকানে ছড়িয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যে খবর পেয়ে বগুড়া সদর ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচটি দোকানের মালামাল প্রায় সবই পুড়ে গেছে।

বগুড়া সদরের বাঘোপাড়া বন্দরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাই-ভাই মেশিনারির মালিক নূর আলম জানান, তার দোকোনে প্রায় ১০ লাখ টাকার মোটরপার্টস ছিলম যার প্রায় সবই পুড়ে গেছে। আব্দুর রহিম ওয়ার্কসপ ও মোটর্সপার্টসের মালিক আব্দুর রহিম জানান, তার তিনটি দোকান মিলে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল, যা পুড়ে গেছে।

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, গোকুল ইউপি চেয়ারম্যন সওকাদুল ইসলাম সবুজ।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, পুলিশ সদস্যরা ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিছু ব্যবসায়ীর আর্থিক ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335