শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

শিবগঞ্জে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কর্তৃক ফলজ বাগান দখলের প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সিঙ্গারগাড়ী গ্রামের হায়দার আলী সাকিদার এর ছেলে কৃষক মোঃ আবু হানিফ গতকাল মঙ্গলবার শিবগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে বলেন ধামাহার মৌজার আরএস খতিয়ান ১৩৮, ৫৩৫/১৩৬০ দাগ এর কবলা সম্পত্তি ১২ শতক জমিতে আম, লিচু, পিঁয়ারা, লেবু, ডাব সহ বিভিন্ন প্রকারের ফলজ বাগান রয়েছে।

তিনি আরো বলেন, বাগানের গাছগুলো রক্ষার জন্য আমাদের দখলীয় জমির চারপার্শ্বে বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারন করতে গেলে পার্শ্ববর্তী মোলাগাড়ী ইমদাদুল উলুম ক্বওমী হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওঃ পীর ছামছুল আলম হাঠৎ করে অবৈধ ভাবে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদেরকে লেলিয়ে দিয়ে আমাদের বাঁশের বেড়া ভেঙ্গে ফেলে। শুধু তাই নয় ফলজ বাগানটি তারা জোর পূর্বক দখল করে নিতে চায়।

প্রতিষ্ঠাতার লোকজনরা আমাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করছে। শুধু তাই নয় মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে ইতিপুর্বে কয়েক দফায় আমার বাগানের গাছ উপরে নষ্ট করে ক্ষতি সাধন করে। স্থানীয় ভাবে বিষয়টি আপোষ মিমাংশার জন্য কয়েক দফা বৈঠক বসলেও মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাউকে তক্কা না করে তিনি এ ধরনের হাংমার পথ বেছে নিয়েছেন। বর্তমানে উক্ত জমির মূল দলিলপত্র ও

প্রয়োজনীয় কাগজপত্রাদি আমাদের নামেই রয়েছে। তারা অযথা ভূয়া কাগজ তৈরী করে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে লেলিয়ে দিয়ে আমাদের ফলজ বাগান দখল করার অপচেষ্টা করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক তদন্তের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সময় তার ছেলে হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ যাবৎ জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নারী শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজমল (৩৫) কে থানা পুলিশ গ্রেফতার করেছে । জানা যায়, ২০০৬ সালে উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে আজমল হোসেন (৩৫) একই গ্রামের মোসলেম উদ্দিন মেয়ে কে ধর্ষনের অভিযোগে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত নারী শিশু নির্যাতন দমন আইনে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজমল কে যাবৎ জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। আজমল দীর্ঘ ১৪ বছর পলাতক থাকায় গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বিশেষ অভিযান চালিয়ে কিচক মল্লিপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। অপরদিকে চেক জালিয়াতি মামলায় বিহার ইউনিয়নের নারায়ণ শহর গ্রামের সাবেক ইউপি সদস্য শফির উদ্দিন এর ছেলে রনি (২৬) কে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335