শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

মাদক বা নেশা গ্রহণ পূজার কোন অংশ নয়-অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপান উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবল বেলা ১১ টায় থানা চত্বরে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নিজ উদ্যোগে ও তাঁর সভাপতিত্বে উপজেলার ২৭ মন্ডপের সভাপতি-সম্পাদকগণের উপস্থিতিতে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পত্নীতলা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মাদক বা কোন প্রকার নেশা গ্রহণ পূজার কোন অংশ নয়, তাই দূর্গাপূজায় কোন নেশা গ্রহণ করা যাবে না।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় মত বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধামইরহাট কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সম্পাদক এটিএম বদিউল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ কর্মকর্তা, সম্পাদক রামজনম রবিদাস, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল আজিজ প্রমুখ। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর শারদীয় দূর্গোৎসব উদযাপনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335