শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

ধামইরহাটে আগুন নিভানোর উপর মহড়া অনুষ্ঠিত

All-focus

মাসুদ সরকার ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নিরাপদে আগুন নিভানো ও দুর্যোগ মুর্হুতে প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ের উপর এক মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার জাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৭০ জন আনসার-ভিডিপি কে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়। মহড়া চলাকালে নিরাপদে আগুন নিভানো এবং দূর্যোগ মুর্হুতে প্রাথমিক চিকিৎসা বিষয়ের উপর আলোচনা করেন পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ স্টেশন অফিসার মো.রায়হান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হাবজা খাতুন ইলাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335