বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

গাবতলীতে সাংবাদিক সুজন আর নেই

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী প্রেসক্লাবের সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সদস্য, দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও নেপালতলী রিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক রেজাউল করিম সুজন ইন্তেকাল করেছেন ইন্না—রাজিউন।

রোববার (৪অক্টোবর/২০) সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রেজাউল করিম সুজন লিভার জন্ডিস, কিডনী, ডায়াবেটিকসসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস পূর্বে ঢাকাস্থ ধানমন্ডি গণস্বাস্থ কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকেন।

তাঁর অবস্থা অত্যান্ত অবনীতি হওয়ায় গত শুক্রবার সেখান থেকে নিয়ে এসে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২বছর। তিনি মাতা, স্ত্রী, ২ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। রোববার (৪অক্টোবর/২০) বাদ মাগরিব গাবতলী উপজেলার অর্ন্তগত নেপালতলীতে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

 

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র সদস্য সুজনের মৃত্যুতে নেতৃবৃন্দ’র শোক

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সদস্য ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি রেজাউল করিম সুজন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আনারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম মুন্জু, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, অর্থ

সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমত আরা জাহান সিমা, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক (১), মহিলা বিষয়ক সম্পাদক মাফরোজা খানম সাথী, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, আশরাফুল ইসলাম রতন, মুহাঃ বাদল চৌধুরী, এসএম আবু সাঈদ, শফিকুল ইসলাম শফিক (২), আমিনুর ইসলাম,

রফিকুল আলম, আজিজুল হক, জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইউনুছ উদ্দীন, খন্দকার আতিকুর রহমান আতিক, আব্দুল হান্ন্নান, আয়ুব আলী, গোলাম ফারুক, শফিকুল ইসলাম শফিক (৩), আব্দুল লতিফ, আমিনুল আকন্দ, কাজী হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, ফিরোজ কামাল ফারুক, সাইদুর রহমান সাজু, জাহাঙ্গীর আলম লাকি, আবুল কালাম আজাদ বাবু, সুব্রত কুমার ঘোষ, তাহেরা জামান লিপি, গোলজার হোসেন মিটু, রেজাউল করিম রেজা। নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335