মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

বানারীপাড়ায় নবদিগন্তের মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

মো. সুজন মোল্লা,বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় সামাজিক প্রতিষ্ঠান নবদিগন্তের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ফলদ ও ঔষধী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে উচ্চ জাতের ফলদ এবং ঔষধী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও উদয়কাঠি ইউনিয়ন পরিষদের

সাবেক চেয়ারম্যান মামুন-অর-রশিদ স্বপন। পরে তিন রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় একটি ঔষধী বৃক্ষ রোপন করেন এবং ফলদ ও ঔষধী বৃক্ষ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া এমএ লতিফ বহুমুখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা

মাহামুদুল হাসান, প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, নবদিগন্তের উপদেষ্টা মো. আমির হোসেন মল্লিক, সদস্য মো. রুবেল শরীফ ও কালাম শরীফ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য নবদিগন্ত এ উপজেলায় করোনাকালীন সময় শুরু হবার পরেই বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক স্প্রে করা ও সামাজিক কাজে সহায়তা সহ স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করে যাচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335