বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

বগুড়ার গাবতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আমিনুল ইসলাম গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নে সুখানপুকুর এলাকায় ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় দীপকসহ গ্রামবাসীর উপর পরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

মানববন্ধন থেকে বলা হয়, জমিজমা বিরোধ ও পুর্ব শত্রুতার জেরধরে কাশিহাটা গ্রামের দীপকসহ গ্রামী বাসির উপর শ্রীপদ, চন্দন, উজ্জল, চঞ্চল, শ্রীনন্দন, নৃত্য ও উত্তমসহ আসামীদের শাস্তির দাবি ও উল্টো মিথ্যা মামলার করায় তা প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রশাসনের প্রতি সুষ্ঠ তদন্ত করে দোষিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। জানাগেছে চলতি ২০২০ সালের ৩১ মে রাত সাড়ে ৯ টায় নেপালতলী ইউনিয়নের কাশিহাটা

গ্রামে ভাই, ভাতিজার মধ্য জমিনিয়ে উভয় পক্ষের মধ্য রক্ষক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ ও গ্রামবাসীমিলে ৩ টি মামলা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, শুদষল, মোহনা সরকার, রনি, স্বপন, সুনীল, সজিতা, সুদতিনা, চপলা, বন্যা, বিধান চন্দ্র ও আতিকসহ গ্রামের শতাধিক নারী ও পুরুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335