বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

নওগাঁর নওহাটা মোড়ে পাবলিক বিশ্বাবিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

আইনুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয়টি নওগাঁর নওহাটা মোড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন করেন নওহাটামোড় এলাকার সর্বস্তরের জনগণ।

এলাকাবাসী, হেল্পলাইন এবং হ্যালো নওগাঁর আয়োজনে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাকালব্যাপী এ মানববন্ধনে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মনির হোসেনের সভাপতিত্বে নওহাটা মোড়ে স্থাপনের বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে বক্তব্য রাখেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রীরাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ময়েজ উদ্দীন, ভীমপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান, রেড ফ্রাইডের চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম শাহীন, প্রভাষক, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য আজাদুল ইসলাম আজাদ, সময় টিভির জেলা প্রতিনিধি এম আর রকি, বলিহার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসের আহমেদ,আশ্রয় এনজিওর এলাকা সমন্বয়কারী রাশেদ আলী প্রমূখ।

বক্তারা তাদের বক্তৃতায় নওহাটামোড়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা বলেন, নওহাটা মোড়ের পার্শ্বে এক ফসলা বেশ কিছু সরকারি খাস জমিসহ ওই এলাকায় মোট ১১ শ ৫০ বিঘা (প্রায় ৩শ ৮৩ একর) জমি আছে। এই জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে। তাই মানববন্ধনে উপস্থিত সকলে নওহাটা মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যথাযথকর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

উক্ত মানববন্ধনে অত্র এলাকার ছাত্র-শিক্ষক, ব্যবসায়, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের ৩শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে আয়োজকরা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে গণস্বাক্ষর গ্রহণ করেন। মানববন্ধনের শুরুতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয় এর উদ্যোগে ২শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

বদলগাছী মহিলা কলেজের প্রভাষক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চলনায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ, এস. এম হাসান আলী, রাসেল বারিক, আবুবক্কর সিদ্দিক, আসাদুল ইসলাম, সবুজ হোসেন, লিটন সরদার, মতিউর রহমান, এনামুল হক, পিন্টু রহমান, আতিকুর রহমান, মাহবুব হোসেন, মৃণাল ঘোষ, গণেশ চন্দ্র মন্ডল, রাকিব, সুরুজ আলীসহ আয়োজক সংগঠনের সকল সদস্যবৃন্দ।

নওগাঁর মহাদেবপুরে যুবলীগ নেতাকে হত্যার হুমকী: থানায় জিডি

আইনুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মোবাইল ফোনে এক যুবলীগ নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকীর দেয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এ ব্যাপারে ৯ সেপ্টম্বর বুধবার ওই যুবলীগ নেতা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহাজান মিঞা পলাশ মহাদেবপুর থানায় জিডি করেন।

জিডি নং-৩৬০, যুবলীগ নেতা পলাশ জানান,ওইদিন দুপুর ১২টা ১৪মি: সময়ে অজ্ঞতনামা মোবাইল নং-০১৭১৭ ০৬৭৭৪০ থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ক্ষতিসাধনসহ প্রাণনাশেন হুমকী প্রদর্শন করে ফোন কেটে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওইদিনের থানার ডিউটি অফিসার এ এস আই মনিরুজ্জামান মনির।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335