মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

ধামইরহাটে ক্যান্সার-কিডনী রোগীদের সাড়ে ৭ লাখ টাকার অনুদান প্রদান

আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদফতর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের মাঝে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১৫ জন রোগীকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

ধামইরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় ও সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা’র উপস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা জানান, সমাজসেবা অধিদফতর ক্যান্সার-কিডনীসহ ৬টি রোগের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক তা যাচাই-বাছাই সাপেক্ষে অধিদপ্তর প্রত্যেক রোগীকে এককালীন ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে আসছে, এটি চলমান প্রক্রিয়া, প্রতিটি উপজেলার স্থায়ী বাসিন্দাগণ নিজ নিজ উপজেলায় এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

 

ধামইরহাটে জুম ভিডিও কনফারেন্সিং সিস্টেমে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভার্চুয়াল সিস্টেমে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় জুম ভিডিও কনফারেন্সিং এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, কৃষি অফিসার সেলিম রেজা,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকারসহ বিভিন্ন শিক্ষক-সাংবাদিকবৃন্দ জুম কনফারেন্সিং বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335