শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

ধামইরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

মো. আবু মুছা স্বপন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ধামইরহাট মহিলা বিষয়ক কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত আইজিএ কর্মসূচির প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন নারীদের সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, প্রশিক্ষক নাহিদ ফারহানা রিমু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ, উপস্থিত ছিলেন।উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সেলাই মেশিন প্রাপ্তদের মেশিনের যথাযথ ব্যবহারের আহবান জানান ।

ধামইরহাটে প্রথম বারের মত মাধ্যমিক বিদ্যালয়ের বিরল প্রজাতির চারা রোপন

মো. আবু মুছা স্বপন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে ১ম বারের মত বিরল প্রজাতির চারা রোপন করা হয়েছে। ৮ আগস্ট দুপুর ১২ টায় বনবিভাগের উদ্যোগে উপজেলার বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রায় বিলুপ্ত হওয়া বিরল প্রজাতির মহুয়া, ডেওয়া (বন কাঠাল) হৈমন্তি, পলাশ ও শোভাবর্ধণকারী কৃষ্ণচুড়া’র চারা রোপন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। এ সময় বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষক ইউনুছ আলী, আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু রাইহান মিঠু, বীরগ্রাম ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ‘বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ডেওয়া ফল যা প্রচলিত ভাবে বনকাঠাল হিসেবে পরিচিত, খুবই মিষ্টি এই ফলটি, এছাড়াও হৈমন্তি ফুলের সুগন্ঠে গাছের চারিপাশ মুখরিত থাকবে, মাননীয় সাংসদ মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই বিরল চারাগুলো বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ে রোপন করা হলো, আমরা বিট অফিসের পক্ষ থেকে এসব প্রজাতির চারা উৎপাদনে কাজ করছি, যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা যায়।’

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335