শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে বঙ্গমাতার ৯০তম জন্ম দিবস পালিত ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: সারা দেশের ন্যায় শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভা, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ। পরে প্রশিক্ষনার্থী নারীদের মাঝে প্রধান অতিথি সেলাই মেশিন বিতরণ করেন।

শিবগঞ্জে শত্রুতা করে ১ মাসের ব্যবধানে ১২টি পরিবারের খড়ের পালায় আগুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শত্রুতার জের ধরে ১ মাসের ব্যবধানে একই গ্রামের ১২টি পরিবারের খড়ের পালায় আগুন, খড়ের পালা নিয়ে আতংকে গ্রামবাসী। জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার চাঁনপাড়া গ্রামের অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ গভীর রাতে আধাঁরে খড়ের পালাতে আগুন দিয়ে গ্রামের ১২টি সাধারণ পরিবারের লোকজন আতংকে ভুগছেন। গ্রামবাসী বুঝে উঠে পারছে না কে করছে

অপরাধমূলক ঘৃনিত কাজ। গ্রামের সাধারণ মানুষ এই অপকর্মের হাত থেকে রক্ষার জন্য গতকাল শিবগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। গতকাল গ্রামে সরেজমিনে গেলে গ্রামের অনেকে বলেন, এভাবে যদি আমাদের গ্রামের খড়ের পালায় প্রতিনিয়তই আগুন দেয় তাহলে কি খাওয়াবে গরু কে এমনিতেই গো খাদ্যের দাম বেশী। যাদের টাকা আছে তারা হয়তো খৈল, ভূষি খাওয়াতে পারবেন। আমরা দিন করি দিন খাই।

গরুকে খাওয়া বো কি? এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ মাসের ব্যবধানে যাদের খড়ের পালা আগুনে পুড়ে গেছে তাদের নাম গুলো হচ্ছে ভাসু বিহার চাঁনপাড়া গ্রামের মোঃ রিয়াজ উদ্দিন প্রাং, আনছার আলী প্রাং, আলমগীর হোসেন, আব্দুর ছাত্তার, আমজাদ হোসেন বুলু, সোলেমান আলী, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সহ আরো অনেক কৃষকের। গ্রামবাসী বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা দূর্নীতি দমন কর্তৃক শিবগঞ্জ উপজেলা কমিটি গঠন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ দূর্নীতি দমন কমিশন ঢাকা কর্তৃক শততা নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তোলার লক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯ সদস্য বিশিষ্ট্য দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাস্টার আজিজার রহমান, সহ-সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সদস্য প্রধান শিক্ষক বিমল কুমার রায়, শ্রী অখিল চন্দ্র সরকার, সুপার এমদাদুল হক, শিক্ষক মুকুল চন্দ্র মোদক, প্রধান শিক্ষক জ্যোতি রানী নন্দী, ডা. মহসিনা আক্তার প্রমুখ।

শিবগঞ্জে ১২ বিঘা সরকারি পুকুরের মাছ লুট-পাট থানায় অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষকর্তৃক সরকারি ১২ বিঘা পুকুরের লক্ষাধিক টাকার মাছ লুট-পাট, থানায় অভিযোগ।থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বুজরুক শোকড়া গ্রামের আব্দুল জোব্বার এর ছেলে মৎস্যচাষী মোঃ ওমর ফারুক উপজেলা জলমহাল কমিটির নিকট থেকে সরকারি বিধি মোতাবেক ডাকের মাধ্যমে বাগইল বিল ইজারা গ্রহন করেন।

তার পর থেকে তিনি পুকুরে ৫০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন। বর্তমানে মাছগুলো বাজার জাত করার সময় হয়েছে। শনিবার সকালে বুজরুক শোকড়া গ্রামের জামাল সরকার এর ছেলে মজনু সরকার, মোসারফ সরকার এর ছেলে সন্ত্রাসী ময়নুল ইসলাম ওরফে জুয়েল সহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল হাতে লাঠি-শোটা, লোহার রড, হাসুয়া, ধারালো চাকু ইত্যাদি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে পুকুরে গিয়ে জোরপূর্বক মাছ ধরতে থাকে। এসময় ওমর ফারুক প্রতিপক্ষদেরকে মাছ ধরতে বাঁধা নিষেধ করলে সন্ত্রাসী জুয়েল ধারালো চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে।

এসময় স্থানীয় লোকজন ছুটে এসে ওমর ফারুক কে প্রাণে রক্ষা করে। এ ব্যাপারে ওমর ফারুক বলেন, জুয়েল সহ ২০/২৫ জনের একটি সংবদ্ধ দল আমার পুকুরে মাছ ধরে অনুমান ১লক্ষাধিক টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়। প্রতিপক্ষরা আমাকে মারপিট সহ খুন জখমের হুমকি প্রদান করে আসছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335