বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

শিবগঞ্জে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

জিটিবি নিউজ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সামাজিক বন বিভাগ বগুড়ার আয়োজনে শিবগঞ্জ উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামে উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর

মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এ কর্মসুচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের অনুকূলে বিনা মূল্যে ৫ হাজার ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। অপর দিকে অনুরূপ কর্মসূচী উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, বগুড়া সামাজিক বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ আইয়ুব আলী, আফছার আলী, আ: লতিফ প্রমুখ। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার ২০ হাজার ৩শত ২৫টি ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হবে বলে বন বিভাগ জানিয়েছেন।

শিবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা উদ্বোধন

জিটিবি নিউজ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়ার শিবগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও ধাওয়াগীর গ্রামবাসীর আয়োজনে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পাগলা-পাগলী বিলে সামাজিক দূরত্ব রেখে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার উদ্বোধন করেন ময়দানহাট্টা ইউনিয়নের প্যানেল ভারপ্রাপ্ত

চেয়ারম্যান শহিদুল ইসলাম নান্নু। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মুন্নু, ধাওয়াগীর গ্রামের সুধী মকবুল হোসেন, বেলাল হোসেন, হাম্মাদ আলী, রানা মিয়া, মুসুদুর রহমান, শাহাবুল ইসলাম, খোকা মিয়া, বাবু মিয়া, আনোয়ারুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী বাইচ খেলা পাগলা-পাগলী বিলে আশেপার্শ্বের গ্রামের নারী পুরুষ সামাজিক দূরত্ব বজায় রেখে খেলাটি উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335