শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে ময়দানহাট্টা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন নান্নু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রূপমকে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা হতে সাময়িক বরখাস্ত করায় তার স্থলে সোমবার চেয়ারম্যান প্যানেল-১ শহিদুল ইসলাম নান্নুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক স্মারকে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপম কে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, নীতিমালা অনুযায়ী ১নং প্যানেল চেয়ারম্যান কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

শিবগঞ্জে ডাকাত-পুলিশ গুলি বিনিময়,ডাকাত জিল্লু কানা গ্রেফতার

সাজু মিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানাধীন মহাস্থান জাদুঘর এর সন্নিকটে নাগরজানী নামক ১৪ জুলাই স্থানে দিবাগত রাত্রি ২.১০ ঘটিকার সময় একটি ভটভটি ও দুইটি মাইক্রোবাস আটকিয়ে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতিকালে মহাস্থান জাদুঘর ক্যাম্পের এস আই এবি মোঃ চাঁন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এগিয়ে গেলে সশস্ত্র ডাকাতদল পুলিশকে আক্রমণ করে। এমন সময় সোনাতলা থেকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে শিবগঞ্জে ফেরার পথে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ মহাস্থান জাদুঘর হয়ে

ঘটনাস্থলে এসে উপস্থিত হন। উক্ত ডাকাতির ঘটনা জানতে পেরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান সংগীয় এস আই আবুল কালাম আজাদ, এএসআই মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মশলা গবেষণা ইন্সটিটিউটের দিক থেকে ঘটনাস্থলের নিকট আসলে সশস্ত্র ডাকাত দলটি পুলিশের দুইটি দলের মাঝখানে পড়ে যায়। এতে ডাকাত দল আক্রমনাত্মক হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে  গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পুলিশও আত্মরক্ষার্থে শর্টগান দিয়ে পাল্টা গুলি করে। সশস্ত্র ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলের পাশেই ধানখেত থেকে

গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে জিজ্ঞাসাসাবাদে তার নাম মোঃ জিল্লু রহমান (জিল্লু কানা) (৪৮), পিতা-মৃত রহিম উদ্দিন, সাং-বালুয়াহাট, থানা – সোনাতলা, জেলা- বগুড়া বলিয়া জানায়। বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জানা যায় জিল্লু রহমান (জিল্লু কানা)’র নামে ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান , দুইটি

হাসুয়া,চাটটি লোহার রড, একটি গাছকাটা করাত ও একটি গাছের ডালের তৈয়ারী লাঠি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত পুলিশ কং রাজিব হোসেন, কং মোঃ বাচ্চু মিয়া এবং কং মোঃ আশিকুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হইয়াছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, জিল্লু রহমান জিল্লু কানা ডাকাতি, চুরি, ছিনতাই সহ একাধিক মামলায় এজাহার ভুক্ত

আসামী। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। তিনি বলেন, এই সন্ত্রাসী জিল্লু রহমান জিল্লু কানা,এই ডাকাত দলের পলাতক সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335