শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে বাবার বাড়ীতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বাবার বাড়ীর ছাদে উঠে হাতি দেখতে গিয়ে  ছাদ থেকে পড়ে বিদ্যুৎতের তারের সঙ্গে ম্পর্শে প্রাণ যায় জাহানারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর। এসময় তার কোলে থাকা এক বছর বয়সী ছেলে শাহাদত বেঁচে যান। ১১ জুলাই উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ র্দূঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী গ্রামের হাফিজার রহমানের সঙ্গে
জাহানার বিয়ে হয়। দাম্পত্য জীবনে জাহানারা তিন সন্তানের জননী। কয়েকদিন আগে জাহানারা বাবার বাড়ি দিঘলকান্দি গ্রামে বেড়াতে আসেন। ১১ জুলাই বাড়ির সামনের রাস্তা দিয়ে হাতি যাচ্ছিল। জাহানারা কোলের সন্তানকে নিয়ে ওই হাতি দেখার জন্য নির্মাণাধীন দ্বিতলা ভবনের ছাদে ওঠেন। হাতি দেখতে গিয়ে ছাদের কোনায় গেলে বৃষ্টিতে ভিজে থাকা ছাদে পা পিছলে যায় জাহানারার। এসময় বাঁচার জন্য জাহানারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার আঁকড়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তানসহ নিচে পড়ে যান।
স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন। তবে ছাদ থেকে পড়েও বেঁচে যায় জাহানারার কোলের সন্তান শাহাদত। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা এ প্রতিবেদককে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার শিকার শিশুটি বর্তমানে নিজ বাড়িতে সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335