শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

গাইবান্ধায় পচা বাসী দূর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকারের অভিযান ৭ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধিঃ পচা বাসী দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর আজ বৃহম্পতিবার ( ৯ জুলাই)
শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারি পরিচালক আব্দুস সালাম । সকালে সদর উপজেলার ত্রিমোহনী ও বাদিয়াখালী এলাকায় তিন দোকানে অভিযানে চালিয়ে পৃথক ভাবে জরিমানা করেন । তিনি এ প্রতিবেদককে জানান, জেলা প্রশাসকের আদেশক্রমে পচা বাসী দুর্গন্ধযুক্ত গরু
মাংস মজুত করে বিক্রি করার অভিযোগে সদর উপজেলার বাদিখালীর ভুট্রু মাংস ঘরকে ৩ হাজার টাকা, পাশ্ববর্তী আনিছুর মাংস ঘরে মুল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা ও ত্রিমোহনীর পল্লী প্রগতি ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঔষধ গুদাম জাত ও সংরক্ষন করার অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335