শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে কিন্ডারগার্টেন স্কুলসমূহের প্রণোদনার দাবীতে অবস্থান কর্মসূচী পালন

আইনুল ইসলাম: নওগাঁর মহাদেবপুরে মহামারি করোনা মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেনগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে মহাদেবপুর উপজেলার সকল কিন্ডারগার্টেন এর উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

৮ জুলাই বুধবার বেলা ১১ টায় সর্বমঙ্গলা হাইস্কুল মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ অবস্থান কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি ও নজরুল প্রি-ক্যাডেট একাডেমি’র অধ্যক্ষ মোঃ আইনুল হোসেন, সহ সভাপতি ও সোনার বাংলা শিক্ষা নিকেতনের পরিচালক মোঃ মোশারফ হোসেন, নিউ মালঞ্চ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, রোজ কিন্ডার

গার্টেনের পরিচালক মোঃ ইউনুসার রহমান, আদর্শ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান আহমেদ (ইমরান), সান-মুন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, জিএইচপি কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ মোজাফ্ফর রহমান, আল হেরা মুসলিম শিশু একাডেমির অধ্যক্ষ মোঃ আহসান হাবীব, প্রগ্রেস কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আজিজার রহমান সরদার, আল হেরা মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, আত্ননির্ভরশীল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সুকুমার চন্দ্র মন্ডল, আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম, ক্যামব্রিজ প্রি-ক্যাডেট

স্কুল এর অধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, ইউনিক কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, হরিপুর আদর্শ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ হাসনা হেনা, মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, ইকরা মুসলিম শিশু একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

এ সময় উপজেলার প্রায় ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন।অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে আমরা মানবেতর জীবন যাপন করছেন। স্কুল বন্ধ থাকায় কোনো বেতন ভাতা পাচ্ছেন না। পরিচালকগণ বাড়িভাড়াসহ শিক্ষকদের বেতন দিতে না পারায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

কর্মসূচিতে শিক্ষকরা আপদকালীন সময়ে সরকার থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান এবং কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে চিহ্নিত করে সমাধানসহ বেশ কিছু দাবি তুলে ধরেন। অবস্থান কর্মসূচী শেষে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলনের নিকট স্মারকলিপি প্রদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335