বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

অবশেষে বরখাস্ত হলেন চেয়ারম্যান রুপম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিকাশ অ্যাকাউন্ট খুলতে জন প্রতি ২৮০ টাকা করে আদায়ের অভিযোগে ময়দান হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রুপমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৪ মে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ বাজারের রাহী টেলিকমে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান এসএম রুপম সে সময় গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই ইউনিয়ন পরিষদের ট্যাক্স বকেয়া ছিল। তাই সচিবের সাথে পরামর্শ করে ট্যাক্স আদায়ের জন্য ডিডি এলজির রশিদ মূলে ২৮০ টাকা আদায় করা হয়েছে। পরে

ভুল বুঝতে পেরে সবার বিকাশ অ্যাকাউন্টে ২৮০ টাকা করে ফেরত পাঠানো হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ময়দান হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রুপমের সাময়িক বরখাস্তের বিষয়ে অফিসিয়াল আদেশের কপি এখনো অফিসে এসে পৌঁছায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335