শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

শিবগঞ্জ উপজেলা মহিলা আওয়ালীগের নবাগত ওসি কে সংবর্ধনা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ অংগ সংগঠন শিবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে নবাগত শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসরাখ জাহান রাখী এ সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানা মহিলা আওয়ামীলীগের সম্পাদক আফরোজা হক, সদর থানা আওয়ামীলীগ নেত্রী লাকী আকতার, বগুড়া সদর থানার ২নং ওয়ার্ড মহিলা পুলিশিং কমিটির সভাপতি সেলিনা সুলতানা কনিকা সহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শিবগঞ্জ

থানা অফিসার ইনচার্জ এর সঙ্গে সংক্ষিপ্ত মত বিনিময় করেন। এসময় অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, আমি শিবগঞ্জে ওসি হিসাবে যোগদান করেছি। শিবগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখার জন্য আমি জনগনের শাসক হিসাবে নয় সেবক হিসাবে পাশে থাকতে চাই। শিবগঞ্জ থানার সাধারণ মানুষের আপদ বিপদে এবং আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, করতে আমার যথা সাধ্য চেষ্টা অব্যাহত থাকবে। আমার কাছে যে কোন সমস্যা নিয়ে আইনের সহায়তা চাইতে কোন মাধ্যম লাগবে না। সরাসরি আমার সঙ্গে ভুক্তভোগী ব্যক্তি যোগাযোগ করতে পারেন। আমি আমার উত্তম সেবা দেওয়ার চেষ্টা করবো।

শিবগঞ্জে পবিত্র কোরবানী উপলক্ষে ২টি গরু মন্ডল ও সুন্দর এর দাগ হাকছে ১৮ লক্ষ টাকা

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের আদালীপুর এরুলিয়া পাড়া গ্রামের আবু জাফর মন্ডল পেশায় একজন পল্লী প্রাণি চিকিৎসক। সখের বসভুত হয়ে দীর্ঘদিন থেকে গরুর খামার পরিচালনা করে থাকেন। এবার দেশে করনো ভাইরাস এর কারণে কোরবানীর পশুর হাটের উপর নানা বিধি নিষেধ থাকায় চিন্তিত হয়ে পড়েছেন এই ক্ষুদ্র খামারী।

তার খামারে ছোট বড় মিলিয়ে মোট ২৬টি গরু রয়েছে। এর মধ্যে কোরবানীর জন্য ২টি গরু বিক্রয় করবেন বলে অনেক আদর যত্ন করে লালন পালন করেছেন। গুরুগুলির মধ্যে তার প্রিয় ২টি গরু একটির নাম মন্ডল ও অপরটির নাম সুন্দর। এদের মধ্যে মন্ডল এর ওজন ১৬০০ কেজি, যার মূল্য ধরা হয়েছে ১০ লক্ষ টাকা ও সুন্দরের ওজন ১০৮০

কেজি, সুন্দর এর মূল্য ধরা হয়েছে ৮ লক্ষ টাকা। তিনি গরু ২টি তার খামারে অধিক যত্নে লালন পালন করেছেন বলে জানান। তার খামারে ২জন লোক সার্বক্ষনিক মন্ডল ও সুন্দরের সেবা যত্ন করে। কোন রকম রাসায়নিক ও কেমিকেল যুক্ত মোটা তাজা করন, তরল ভিটামিন বা ট্যাবলেট জাতীয় খাবার না খাওয়ায়ে প্রতিদিন দেশীয় খাবার যেমন, খৈল, ভূষি, খুদের ভাত, গমের আটা, ভুট্টার গুড়া, খড় এবং তার খামারের পার্শ্বে চাষকৃত সবুজ খাস খাওয়ায়ে

থাকে। এতে তার প্রতিদিন প্রায় ৫০০ টাকার খাবারে জন্য ব্যয় হয়ে থাকে। এ ছাড়া তিনি গরু গুলিকে গরমের হাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক ফ্যান ও প্রতিদিন ২ বার সাব মারসিবল পাম্পের আরসেনিক ও আয়রন মুক্ত পানি দ্বারা সাবান ও শ্যাম্পু দ্বারা গোসল করিয়া দেন। এতো কিছু করে মন্ডল ও সুন্দরকে লালন পালন করে উৎকন্ঠার মধ্য রয়েছেন কাঙ্খিত মূল্য পাওয়ার ব্যাপারে। এব্যাপারে পল্লী প্রাণি চিকিৎসক আবু জাফর মন্ডল বলেন,

বর্তমান সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে গরুর খামার গুলিতে বিভিন্ন সমস্যা দেখা দিলেও আমি মন্ডল ও সুন্দরের কোন শারীরিক সমস্যা দেখা দেয়নি। অধিক গুরুত্ব সহকারে গরু ২টি কে লালন পালন করেছি। এদের মধ্যে মন্ডল কে আমি ছোট বেলায় হাট থেকে কিনে এনে নিজের সন্তানের মত লালন পালন করেছি ও সুন্দর আমার সন্তানের মত। কারণ আমার খামারেই তার জন্ম। ছোট বেলা থেকেই অতি আদরের সঙ্গে তাকেও লালন পালন করছি।

তাই গরু ২টি বিক্রয় করতে আমার মন চায় না। যদি বৃত্তবান হতাম তবে গরু ২টি কোরবানি দিয়ে পাড়ার সবাইকে নিয়ে খেতাম। কিন্তু বিধিবাম আমার সে সমর্থ নেই। তাই বুকে পাথর বেঁধে গরু ২টি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। আশা রাখি যে ব্যক্তি গরু ২টি ক্রয় করবেন সে প্রতারিত হবেন না। যদি কেউ আমার মন্ডল ও সুন্দরকে ক্রয় করতে চান তাহলে আমার এই মুঠোফোন যাহার নং- ০১৭২৪৬২৮০৭৪ নম্বরে যোগাযোগ করলে গরু দেখে মূল্য

নির্ধারণ করতে পারবেন অথবা শিবগঞ্জের বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী ও অনলাইন জগতের নির্ভরযোগ্য অধিক প্রচারিত অনলাইন ফেসবুক পেজ ভধপবনড়ড়শ.পড়স/যরনমধহলহবং০০৯/ এ বিস্তারিত জেনে ও গরুর ছবি দেখে ক্রয় করার জন্য যোগাযোগ করতে পারবেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335