মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন
জিটিবি নিউজঃ নওগাঁর ধামইরহাটে তিন মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে,মঙ্গলবার উপজেলার বিভিন্নস্থান থেকে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গনপতি
রায়ের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ৪ থেকে ৮ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার রঘুনাথপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মোরছালিন (২১),দক্ষিণ জাহানপুর গ্রামের জাহিদুল ইসলামে ছেলে আকতারুল ইসলাম (২০) এবং বীরগ্রামের রইচ উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।