শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
জিটিবি নিউজঃ নীলফামারীর ডোমারে দুই মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী আকবর (৫৬) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস হাজীপাড়া জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আলী আকবর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মৃত ঘিনা মামুদের ছেলে। নওদাবস হাজীপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
পুলিশ জানায়, শনিবার সকালে মক্তব পড়ানো শেষে এগার বছরের এক শারীরীক প্রতিবন্ধী এবং তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ইমাম তার ঘরে ডেকে নেন। এরপর সেখানে শিশু দু’টিকে ধর্ষণ করে। প্রতিবন্ধী শিশুটি বিষয়টি তার মাকে জানালে অপর মেয়েটিও বিষয়টি প্রকাশ করে। এরপর রাতেই আলী আকবরকে আটক করা হয়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, প্রতিবন্ধী শিশুটির মা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে ইমামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শিশু দুটির ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।