বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে নিহতদের পরিবারকে ক্ষতি পূরণ দেয়ার দাবী বানারীপাড়া পেসক্লাব’র

জিটিবি নিউজঃ প্রতিনিধি মো. সুজন মোল্লা বানারীপাড়া (বরিশাল) থেকে ঢাকার সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ময়ূরী-২ লঞ্চের ধাক্কায় মর্নিংবার্ড লঞ্চ ডুবে মৃত্যুর মিছিলের সাড়িতে সামিল হয়েছেন ২৫ জন হতভাগ্য যাত্রী। এখনও অনেক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করার কথা জানানো হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতি পূরণ দেয়ার দাবী জানিয়ে বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার পরেই বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা লঞ্চ ডুবিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে ,তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ দেয়ার দাবী জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335