বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

করোনায় বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্সের সভাপতির মৃত্যু

জিটিবি নিউজঃ করোনায় আক্রান্ত হয়ে এবার মৃত্যুবরণ করলেন বগুড়া জেলা বিএনপি নেতা ও বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওমর ফারুক খান (৫৩)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে তিনি মারা যান।

ওমর ফারুক খানের খালাতো ভাই বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শহিদুল হক জানান, তার ভাই ওমর ফারুক খানের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল। কয়েকদিন আগে তার মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। পরীক্ষা ছাড়া তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে গত ২২ জুন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের তার নমুনা পরীক্ষা করা হয়। পরদিন রিপোর্ট পজিটিভ এলে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে  ভর্তি করা হয়। এরপর অবস্থার অবণতি হলে ২৩ জুন রাতে তাকে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অক্সিজেন সাপোর্টসহ করোনার সব রকম চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে তাকে প্লাজমাও দেয়া হয়।

তিনি বলেন, ‘ফারুকের লাশ বগুড়ায় আনা হচ্ছে। তার গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার তেলিপুকুরে জানাজা শেষে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা আসাদুল হক কাজল জানান, ওমর ফারুক খান তাদের সংগঠনের নির্বাচিত সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, ‘তার এই অকালে চলে যাওয়া আমাদের সংগঠন তথা বগুড়ার সর্বস্তরের ব্যবসায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি।’

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ জানান, ওমর ফারুক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তা ছাড়া তিনি ইতিপূর্বে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতিও ছিলেন। তিনি বলেন, ‘আমরা বিএনপির এক নিবেদিত মানুষকে হারালাম। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335