শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
জিটিবি নিউজ: নওগাঁর মহাদেবপুরে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনসহ বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম নূরানী আলাল, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, আওয়ামী লীগ নেতা বাবুল চন্দ্র ঘোষ বাবু, এমদাদুল হক, রায়হানুল হক লুসা, ফণীভূষন মহন্ত, যুবলীগ নেতা রেজাউন নবী আনসারী বাবু, সাকলাইন মাহমুদ তরফদার রকি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক পার্থ সারথী মন্ডল, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঠু প্রমুখ।