মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ০৬:৩৮ অপরাহ্ন
জিটিবি নিউজঃ অনেক তর্কবিতর্ক আর পানি ঘোলার পর বাংলাদেশি বিজ্ঞানীদের অ্যান্টিবডি টেস্ট কিট উদ্ভাবনের সাফল্য প্রমাণিত হয়েছে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রাথমিক অগ্রগতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি ১৯ পৃষ্ঠার প্রতিবেদনটি পেয়েছেন। রাত নয়টায় পড়ছিলেন। বলেছেন, আগামীকাল শনিবার অ্যান্টিজেন কিট (যেটি দিয়ে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারিজ চেইন রিঅ্যাকশন বা আরটিপিসিআরের মতো দ্রুত রোগ শনাক্ত করা যাবে) বিএসএমএমইউতে জমা দেবেন।
এখন ডা. জাফরুল্লাহ মনে করেন, বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) কর্তৃক তাদের উদ্ভাবিত কিটের বিষয়ে ৭০ শতাংশ কার্যকারিতার বিষয়টি উল্লেখ করা বড় নয়। এখন বড় কথা হলো বিএসএমএমইউর সুপারিশ বাস্তবায়ন করা। তিনি এখন ঔষধ প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায়।
এর আগে জানতে চাওয়া হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছিলেন, ইতিবাচক প্রতিবেদন পেলে তিনি নিবন্ধন দেবেন। এমনকি বিশেষজ্ঞ কমিটিতেও পাঠাবেন না।