gtbnews
- ১৮ জুন, ২০২০ / ৯৬ বার পঠিত
জিটিবি নিউজঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার ময়দান হাঁটার সাংবাদিক নির্যাতনকে কেন্দ্র করে অবশেষে প্রমান হাতে এসেছে।সাংবাদিক শাহজাহানকে মুঠোফোনে কল করে পূর্ব ইস্যূর জের ধরে ডেকে নিয়ে গিয়ে কিচক বেড় পাতাইরের রাস্তায় মারধর করা হয়েছে।
যদিও পল্লী চিকিৎসক ফারুক ও তার স্ত্রী কিচক ইউনিয়ন পরিষদের বৈঠকে সবার সামনে বলেছে তারা ফোন দেয়নি। সাংবাদিক শাহজাহান নিজে থেকে চাঁদাবাজি করার জন্য এসেছে। আজ বুধবার সাংবাদিক শাহজাহানের নম্বর গ্রামীনফোন অফিস থেকে কললিস্টে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা সভাপতি ও স্টার বাংলা টেলিভিশনের সাংবাদিক নয়ন রায়। তিনি বলেন, “যে যত যাই কিছু করুক সত্যের জয় চিরন্তন”। মানুষ যা কর্ম করবে সে তাঁর কর্মের ফল এ দুনিয়াতেই পেয়ে নিস্পাপ হয়ে ঈশ্বরের কাছে চলে যাবে। সময় এসেছে সাংবাদিকদের আবার একত্র হয়ে এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদ করার।
Like this:
Like Loading...
Related