শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তুলছেন : আকবর

জিটিবি নিউজঃ বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলি তার বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তুলছেন। দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম বৈশ্বিক শিরোপা অর্জনের স্মারক দুটি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। বৃহস্পতিবার যুব অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন।

বয়সজনিত কারণে এ বছর যুব বিশ্বকাপ জেতা ক্রিকেটারদের খেলোয়াড়ি ক্যারিয়ার খুবই ছোট। তারপরও ক্রিকেটার সংগঠন কোয়াবে করোনার জন্য গঠিত তহবিলে অর্থ দিয়েছেন বিশ্বকাপজয়ী দলটির খেলোয়াড়রা। এবার অধিনায়ক আকবর এগিয়ে এলেন ব্যক্তিগত পর্যায় থেকে।

বৃহস্পতিবার ফেসবুকে ‘স্পোর্টস ফর লাইফ’ ট্যাগলাইন দিয়ে তিনি লেখেন, নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সেই অর্জনের দুটি স্মারক (১. ফাইনাল ম্যাচের জার্সি, ২. ফাইনালে ব্যবহূত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।

আকবরের আগে ব্যক্তিগত স্মারক নিলামে তুলে করোনার জন্য সাহায্য করেছিলেন সাকিব আল হাসান, তিনি তুলেছিলেন ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335