শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। আজ শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভার শুরুতেই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর ইসলাম, শাহ জামাল কামাল, সদস্য শহিদুল ইসলাম শাওন, আল ইমরান, উৎপল মালাকার, মাহফুজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শাহ জামাল কামাল, শহিদুল ইসলাম শাওন, আবু জাহের, আব্দুল ওয়াদুদ, মাহফুজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য: ১৯৭১সালের ১৪ডিসেম্বর এদিনেই শেরপুর উপজেলা হানাদারমুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335