শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

কেরানীগঞ্জের আগুন: মৃতের সংখ্যা এখন পর্যন্ত নিহত ১০ জন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুনে মৃতের সংখ্যা ক্ষণে ক্ষণে বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই ঘটনায় দগ্ধদের মধ্যে আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট কর্তৃপক্ষ নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ঘটনাস্থলেই মারা যান ১ জন। আর গুরুতর দগ্ধ ৩৪ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজনের শরীরের বেশির ভাগই পুড়ে যায়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রোগিদের চিকিৎসা করছেন ১২ সদস্যের মেডিকেল বোর্ড হাসপাতালে রোগিদের খোঁজখবর নিতে গিয়ে স্থানীয় এমপি নসরুল হামিদ জানান, অনুমোদনহীন এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। অগ্নি নির্বাপণ ব্যবস্থাহীন ভবনটিতে আগেও কয়েকবার আগুন লেগেছে। আগুনের কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335