বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

বগুড়া র‌্যাবের অভিযানে ৯ জন ছিনতাইকারী গ্রেফতার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া র‌্যাবের অভিযানে ৯ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।  র‌্যাব-১২, বগুড়ার পক্ষথেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রওশন আলী, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট- ০২টি ধারালো ছুরি, ০২টি এন্ট্রি কার্টার, ০১টি প্লাস, ০১টি টেষ্টার, ০১টি স্ক্রু ড্রাইভার, ০১টি রেঞ্জ ডাল, ০৫টি ডাল, ১২টি ভাঙ্গা ব্লেড এবং ০৩টি মোবাইলসহ ছিনতাইকারী ১। মোঃ রাজু (২৪), পিতা-মোঃ নূর ইসলাম, সাং-দত্তবাড়ী, ০২। মোঃ মনা ব্যাপারী (৩৫), পিতা-মৃত টুকু ব্যাপারী, সাং-উত্তর চেলোপাড়া, ০৩। মোঃ লিমন মুন্সী (৩২), পিতা-মোঃ নান্নু মুন্সী, ০৪। মোঃ লিটন ব্যাপারী (৩২), পিতা-মৃত মোসলেম ব্যাপারী উভয় সাং-নারুলী পশ্চিম পাড়া, ০৫। মোঃ পলাশ প্রাং (৩০), পিতা-মোঃ পান্না প্রাং, সাং-বৃন্দাবন পাড়া, ০৬। মোঃ মোজাম্মেল ব্যাপারী (৩০), পিতা-মোঃ বুদা ব্যাপারী, সাং-চেলোপাড়া, ০৭। শ্রী রজন (২৮), পিতা-স্বর্গীয় মদন, ০৮। মোঃ আরিফ সরদার (২৫), পিতা-মৃত মজিবর সরদার, ০৯। মোঃ তসলিম উদ্দিন (৩৫), পিতা-মোঃ ছলিম উদ্দিন, সর্ব সাং-উত্তর চেলোপাড়া, থানা ও জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল মর্মে জানা যায়। এদের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও ছিনতাইয়ের বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335