বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে সাংবাদিকদের লাঞ্চিতের প্রতিবাদে জেএসকেএফ’র প্রতিবাদ সভা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ ৭ কর্মকর্তা-কর্মচারী কর্তৃক সাংবাদিকদের লাঞ্চিতের প্রতিবাদে শিবগঞ্জ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শিবগঞ্জের গুজিয়াতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জিএম মিজান, সহ-সভাপতি শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক, প্রচার সম্পাদক সাজু মিয়া, দপ্তর সম্পাদক তৌহিদ মন্ডল, অর্থ সম্পাদক ফারুক হুসাইন, কার্য নির্বাহী সদস্য রুহুল আমিন, মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, সেলিম উদ্দিন, আব্দুর রহমান প্রমূখ। সভায় সকলে বলেন, মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম নিয়ে গত ০২ ডিসেম্বর মোহনা টিভির সাংবাদিক, আতিক রহমান সময় টিভির ক্যামেরাপারসন রবিউল ইসলাম, সিএনআই বগুড়া প্রতিনিধি ওয়াফিক শিপলু, গ্রামীণ আলোর আরিফসহ বেশকয়েকজন সাংবাদিক পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে গেলে ডিজিএম রেজ্জাকুর রহমান ও এজিএম গোলাম রব্বানীসহ অফিসের কর্মচারী, বহিরাগত দালাল সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং মোহনা টিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন না করা হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335