বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

বিজ্ঞান ও প্রযুক্তির আরো উন্নতি করতে পারলে দেশ আরো উন্নতি লাভ করবে : রাজু

সাজু মিয়াঃ মানুষের জীবনকে সহজ, গতিময় এবং বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে বিভিন্ন চমকপ্রদ, উদ্ভাবনী ও বিচিত্র নানা প্রদর্শনীর মাধ্যমে মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার অনুষ্ঠিত হয়। এ উপজেলার ২১টি স্কুল ও কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য, বিজ্ঞান চিন্তা-চেতনার সমৃদ্ধ যুব সমাজ গঠনের জন্য জাতির পিতা বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, বিজ্ঞান মেলা আয়োজনের প্রকৃত উদ্দেশ্য হলো, আমাদের সন্তানদেরকে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা। বিজ্ঞান ও প্রযুক্তির আরো উন্নতি করতে পারলে দেশ আরো উন্নতি লাভ করবে। তাই দেশের প্রতিভাকে লালন ও পরিচর্যা করতেই এই মেলার আলোজন। বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতাউর রহমান, তাজুল ইসলাম প্রমুখ। মে অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও প্রধান শিক্ষকদের কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335