বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

বগুড়ার রাজস্ব আহরণে বিড়ি মালিকদের এগিয়ে আসতে হবে -সহকারী কমিশনার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম বলেছেন,বগুড়ার রাজস্ব আহরণে বিড়ি মালিকদের এগিয়ে আসতে হবে। রাজস্ব ফাঁকিবাজ বিড়ি মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বগুড়া জেলার বাইরের যেসব অবৈধ এবং জাল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি মার্কেটে আছে,সেসব বিড়ির বিরুদ্ধে বগুড়া কাস্টমস এ্যাকশন শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকবে। আর এক্ষেত্রে বগুড়ার সকল বিড়ি মালিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সোমবার বিকেলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ হলরুমে বগুড়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সঙ্গে রাজস্ব সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বগুড়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান,বিড়ি শিল্প মালিক সমিতির সহ সভাপতি শাহিনুর রহমান,সাধারন সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম,সহ সাধারন সম্পাদক আবু নূর ওয়ালিদ, কোষাধ্যক্ষ সারোয়ার হোসেন মিলন,বিড়ি মালিক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান সাদা মিয়া,জাহাঙ্গীর আলম,ঠান্ডা শেখ,সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান,শহিদুল ইসলাম,শরিফুল ইসলাম সবুজ,সৌরভ,এরশাদ মোল্লা,মানিক হোসেন,জামাল হোসেন,তারা মিয়া,ঠান্ডু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335