বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

মেসি যখন বল পায়ে ছোটে, লক্ষ্য তখন অব্যর্থ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আতলেতিকোর মাঠে রবিবার রাতে লিওনেল মেসির অসাধারণ গোলে ১-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। আরও একবার দলের প্রয়োজনে ত্রাতা হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো বল ধরে আক্রমণে উঠে সুয়ারেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের কিনারা থেকে দারুণ এক শটে বল জালে পাঠান মেসি। প্রিয় শিষ্যের এই গোল দেখে মুগ্ধ বার্সা কোচ আর্নেস্তো ভালভেরদে এবং প্রতিপক্ষ কোচ দিয়াগো সিমিওনে।

ম্যাচ শেষে দলের সেরা তারকার উচ্ছসিত প্রশংসা করে ভালভেরদে বলেন, ‘লিও যখন বল পায়ে ছোটে, তখন তাকে ঠেকানোর কেউ থাকেনা। তার লক্ষ্য অব্যর্থ। সবাই যখন তার পেছনে দৌঁড়ায়, তখন সে সিদ্ধান্ত নেয়। সেরা খেলোয়াড় তারাই, যারা প্রতি-আক্রমণ সবচেয়ে ভালো করতে পারে। মেসির কার্যকরী কিছু কৌশল আছে এবং এরকম পরিস্থিতিতে সে অব্যর্থ। এটা শুধু প্রতিভার ব্যাপার নয়। কারণ, আরও অনেকেরই প্রতিভা রয়েছে। কিন্তু লিওরটা সবসময়ই দেখা যায়। ক্লাবের প্রতি দায়িত্ববোধ প্রবল, যেটা আপনারা প্রতি ম্যাচেই দেখতে পান।’

শুধু নিজ দলের কোচই নয়; প্রতিপক্ষ কোচেরও প্রশংসা আদায় করে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। মেসির গোলের প্রশংসা করে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে বলেন, এমন অসাধারণ গোলের কেবল প্রশংসাই করা যায়। সিমিওনের ভাষায়, ‘এরকম অসাধারণ একটা গোল দেখলে আপনি কেবল হাততালিই দিতে পারেন। কিছু বলার থাকে না। যখন সে প্রতি-আক্রমণটা শুরু করে, তখনই বিপদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত সে দূর্দান্ত একটা গোল করেছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335