মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

বাংলাদেশের মতো বদলি ব্যাটসম্যান ছাড়াই দিবা-রাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম ম্যাচে মাত্র চার দিনের মধ্যেই পাকিস্তানকে ইনিংস ও ৫ রানের ব্যবধানে সহজে হারিয়েছে স্বাগতিকরা। তবে এডিলেডে দ্বিতীয় টেস্টে স্ট্রাইক বোলারদের চাপ কমাতে চান নির্বাচকরা। যে কারণে দ্বিতীয় টেস্টে সুইং বোলার মাইকেল নেসের ১২তম সদস্য হিসেবে থাকবেন। আর পেসার জেমস প্যাটিনসন ও ব্যাটসম্যান বেনক্রফটকে ছেড়ে দেয়া হবে ঘরোয়া ক্রিকেটের জন্য। বেনক্রফটকে পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য ছেড়ে দেয়ার অর্থ হচ্ছে জটিল পরিস্থিতিতে বদলী ব্যাটিংয়ের জন্য কাউকে রাখছে না অস্ট্রেলিয়া।

এমন ‘সাহসী’ সিদ্ধান্তের পেছনে আছে অজি ক্রিকেটারদের গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা। বিষয়টি সামনে এনে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন বলেন, ‘আমাদের দল অপরিবর্তিত থাকছে। আমরা মনে করি ব্রিসবেনে গত সপ্তাহে অবশ্যই ভালো খেলেছি। আমাদের বোলিং আক্রমণকে প্রতিপক্ষ দল সমীহ করছে। আমাদের সবারই গোলাপি বলে খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং দলে পরিবর্তন আনার প্রয়োজন পড়ছে না। বিষয়টি মাথায় রেখেই বেনক্রফটকে ঘরোয়া ক্রিকেটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ম্যাচ জয়ের ব্যাপারে দলের সবাই আত্মবিশ্বাসী।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335