শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

দুপচাঁচিয়া আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার বিকেলে গুদাম চত্বরে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী, দুপচাঁচিয়া চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ নাজমুল বারী স্বপন, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্ণেলিউস চিসিম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী সহ গুদামের কর্মকর্তা-কর্মচারীগণ। উল্লেখ্য গত বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ২৪হাজার ৫১৮জন কার্ডধারী কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ১হাজার ৪৫০জন কৃষককে নির্ধারণ করা হয়। তাদের নিকট থেকে ১টন করে মোট ১হাজার ৪৫০ মে.টন আমন ধান সংগ্রহন করা হবে। আগামী ২৮ ফেব্রæয়ারি ২০২০ইং তারিখ পর্যন্ত এ ধান সংগ্রহন অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335