বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

ডাঃ মিলনের মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় জাসদ এর আলোচনা সভা অনুষ্ঠিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ৯০ এর স্বৈরাচার বিরোধী গণঅভূত্থানের মহান শহীদ, জাসদ নেতা ও বিএমএ’র তৎকালীন যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলনের ২৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া শহর জাসদের পক্ষথেকে আলোচনা সভা করা হয়েছে। বুধবার দুপুরে সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি সাবেক এম.পি রেজাউল করিম তানসন। শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ, জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ ইকবাল হোসেন খান রতন, হেলাল উদ্দিন আঙ্গুর, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক খান বুলু, সাংগঠনিক এ্যাড, আব্দুল লতিফ পশারী ববি, জাসদ নেতা নূর মোহাম্মাদ, জোবায়ের হোসেন মোল্লা, দানা তালুকদার, শাহীন আহম্মেদ, সদর উপজেলার সভাপতি হারুনুর রশিদ, শামিম, শহরের সাংগঠনিক আতিকুজ্জামান তুহিন, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সামিউল বারি, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি শাহ আলম খোকন, শ্রমিক নেতা আশরাফুল হক, রায়হান প্রমূখ। বক্তারা বলেন, ৯০ এর গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে জনগণের আন্দোলনের কাছে সামরিক স্বৈরাচারের পরাজয়ের এক বিরল ইতিহাস সৃষ্টি হয়। শহীদ ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছিল তা এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিপদ-হুমকী দূর করতে হবে এবং দুর্নীতি-লুটপাট বন্ধ করে সুশাসন নিশ্চিত করতে হবে। বক্তারা সমাজের সর্বস্তরে সুশাসন নিশ্চিত করতে চলমান শুদ্ধি অভিযান অব্যহত রাখার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335