বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

সোনার বাংলা গড়ার প্রত্যয় বগুড়ায় পেইভ কনভেনশন সম্মিলিত ঘোষনা

নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,বগুড়া : মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের মাধ্যমে মানুষের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক বিভিন্নতার বন্ধন অটুট রেখে শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে ”আঞ্চলিক পেইভ কনভেনশন ২০১৯” অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে রাজশাহী এবং রংপুর বিভাগের ৮টি জেলার ১৮টি উপজেলার পিস প্রেসার গ্রুপের সদস্যদের নিয়ে এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন পিপিজির সদস্য বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং সুজন-সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অন্যান্যের মধ্যে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, ডেপুটি সেক্রেটারী ও পরিচালক (প্রশাসন) পল্লী উন্নয়ন একাডেমী আব্দুস সামাদ, পেইভ মাস্টার ট্রেইনার এএইসএম একরামুল জক খোকন, রওশনারা শ্যামলী এবং প্রফেসর আসাদ আলীপ্রমূখ। ড. বদিউল আলম মুজমদার পিপিজির কার্যক্রমের সফলতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরে আগামির বাংলাদেশকে সহিংসতামুক্ত, রাজনৈতিক সহনশীল আচরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার এবং নাগরিকদের সংগঠিত, সোচ্চার ও ক্ষমতায়িত করতে পিস প্রেসার গ্রুপের সদস্যদের উদাত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335