শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

কঙ্গোয় ঘরের ওপর ভেঙে পড়ল বিমান, নিহত ২৯

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কঙ্গোয় একটি আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৬ জন আহত হয়েছেন। দেশটির গোমা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একই শহরের জনবহুল আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

গোমা বিমানবন্দরের কর্মকর্তা রিচার্ড ম্যাঙ্গোলোপার বক্তব্য, ‘বিমানের ১৭ জন যাত্রী এবং দু’জন বিমানকর্মী ছিলেন। তাদের কারও বাঁচার সম্ভাবনা নেই। ঘটনাস্থলে যারা ছিলেন, তাদের মধ্যে অনেকেই আগুনের গ্রাসে প্রাণ হারিয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।’

উত্তর কিভুর আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে ১৭ জন যাত্রী এবং দুই জন ক্রু ছিলেন। বাকিরা বিমানটি যেখানে ভেঙে পড়েছে সেখানে অবস্থান করছিলেন। ১৬ আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ২৯ জনের মরদেহ পাওয়া গিয়েছে। বিমানটি গোমা থেকে ৩৫০ কিলোমিটার দূরের শহর বেনির উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335