শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার- রবিন খাঁন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষকের ভাগ্যোন্নয়নে নানামূখী কাজ করে যাচ্ছেন। কৃষি পূর্নবাসনের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করে আসছেন। যাতে করে কৃষকরা উৎসাহিত হয়ে দেশের চাহিদা মতো প্রয়োজনীয় বিভিন্ন ফসল উৎপাদন করতে পারে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সহযোগিতার আহবান জানান। বুধবার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে রবি ও খরিপ-১মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ, কৃষক মতিয়ার রহমান মতি ও কৃষানী নার্গিস বেগম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমুদ্দিন, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান গোফ্ফার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২’শ ৫০জন কৃষককে ৩০ কেজি করে সার ও সরিষা, ভূট্রা, মুঘডাল, গম, সূর্যমূখী বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335