বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও খেলতে চান মালিঙ্গা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : শ্রীলঙ্কর টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা গত মার্চ মাসে জানিয়েছিলেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি অবসর নিতে চান। কিন্তু অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন লঙ্কান পেসার। এবার তিনি বলছেন, আরো দু’বছর অনায়াসে পারফর্ম করে যেতে পারবেন।

ক্রিকইনফোকে মালিঙ্গা জানান, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার ওভার বোলিং করতে হয়। তাই আমার মনে হয়, আমি টি-টোয়েন্টি খেলে যেতে পারব। অধিনায়ক হিসেবে বলতে পারি, আমার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যা অভিজ্ঞতা রয়েছে, তাতে অনায়াসেই আরো বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারব।

লঙ্কানদের হয়ে ৩০ টেস্টের ৫৯ ইনিংসে মালিঙ্গা নিয়েছেন একশ এক উইকেট। ২২৬ ওয়ানডেতে নিয়েছেন ৩৩৮ উইকেট। একমাত্র বোলার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে তিনি শততম উইকেটের দেখা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335