শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে লবণ কেনার হিড়িক ইউএনওর অভিযান আটক ৩

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর সহ ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় সর্ব স্তরের মানুষের মাঝে লবণ কেনার হিড়িক। জানা যায়, ২০০ টাকা হবে লবণের কেজি’ এমন গুজাবে উপজেলায় গুজবটি ছড়িয়ে পড়লে পাইকারি ও খুচরা দোকানে লাইন দিয়ে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের লবণ কিনতে দেখা গেছে। তবে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে নামতে হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে দোকান ব্যবসায়ীরা ৩০ টাকা কেজি লবণ ৮০ টাকা কেজি খোলা লবণ ১৬ টাকা কেজি থেকে ৩০ টাকা কেজি বিক্রি করার খবরটি গোটা উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির এর নেতৃত্বে পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার আইনের আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে উপজেলার সদর এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে পালিয়ে যায়। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুজনে কান না দেওয়ার জন্য মাইকে প্রচার প্রচারণা করেন। এদিকে গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রে অভিযান চালিয়ে পৌর এলাকার থানা বাজার থেকে লবণ বেশি দাবে বিক্রয় করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে আটক করে। আটকৃতরা হলেন, জামিরুল ইসলাম, আবুল কালাম, শ্রী গৌতম। এ অভিযান অব্যহত থাকবে বলে নির্বাহী অফিসার জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335