শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন-ট্রাম্প বৈঠকে

জিটিবি নিউজডেস্কঃ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন-ট্রাম্প বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ববাসী আমাদের একসঙ্গে দেখতে চায়। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। দীর্ঘ দিন মার্কিন-রুশ সুসম্পর্ক বজায় রাখার জন্য ধন্যবাদ। সোমবার হেলসিংকিতে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে ট্রাম্প এক টুইট বার্তায় এসব কথা বলেন।

দ্বি-পক্ষীয় এ বৈঠকে পুতিন ও ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনের চলমান বিভিন্ন ইস্যু, কোরীয় উপদ্বীপের সংকট, পরমাণু ইস্যু ও সিরিয়া ইস্যু নিয়ে কথা বলেন। বৈঠকে দু’পক্ষই নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরির উপর গুরুত্বারোপ করেন।

ফিনল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন। দুই নেতা প্রায় ২ ঘন্টা একান্তে বৈঠক করেন। এরপর তারা দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন। নিজ নিজ দেশে ক্ষমতায় আসার পর ট্রাম্প-পুতিনের এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক

আগামী একাদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে দেশবাসী অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-(মতিন)। নিরপেক্ষ নির্বাচনই দেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষা করতে পারে মনে করছেন দলটির নেতাকর্মীরা। তারা বলেন, দেশকে অনিবার্য সংঘাতের হাত হতে রক্ষার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেই উদ্যোগ নিতে হবে। রোববার রাতে (১৫জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335