বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানবন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মো. সুজন মোল্লা,বানারীপাড়াবানারীপাড়ায় বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহম্মদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানবন্ধন,স্মারক লিপি প্রদান,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার বাইশারী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,সুশীল সমাজ,ইউপি সদস্য ও সর্বস্তরের জনতার ব্যানারে এ মানবন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সরকারী উন্নয়ন বরাদ্দের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি,এলজিএসপি,এডিবি,টিআর,কাবিখা ও কাবিটা সহ বিভিন্ন প্রকল্পের নামকাওয়াস্তে কাজ করে অর্থ আত্মসাৎ, বয়স্ক,ভিজিডি,ভিজিএফ,বিধবা,পঙ্গু,মৎস্য ও মাতৃত্বকালীণ ভাতার কার্ড এবং সৌর বিদ্যুৎ ও গভীর নলকুপ পাইয়ে দেওয়ার নাম করে উৎকোচ গ্রহণ,ভূমি দস্যুতা ও স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ ও শাস্তির দাবীতে বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আ. লতিফ হাওলাদার,উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম কাদের,বাইশারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,সাংগঠনিক সম্পাদক সফিউল আজম মানিক,আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন,শাহ আলম,খলিল মোল্লা ও শাহাদাৎ হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুমন,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব,উপজেলা জাসদের(ইনু) সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা জাসদের (আম্বিয়া) সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ,বাইশারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন জুয়েল ফকির,যুগ্ম আহবায়ক সেলিম হাসান ও আল-আমিন খান,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবুল খান,ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরিফুর রহমান রনি,ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা শাহিন খান,নাসির হায়দার,সালাম বেপারী,শহিদুল ইসলাম ও সোহেল রানা,নারী ইউপি সদস্য নাজনীন জাহান পলি ও রেনু বেগম,মহিলা আওয়ামীলীগ নেত্রী মঞ্জুয়ারা প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহম্মেদ,প্রভাষক আল-আমিন,আ’লীগ নেতা মোশারেফ হোসেন,হারুন বেপারী,আ,রহমান সুখা,শ্রমিকলীগ নেতা শাহজাহান আকন,যুবলীগ নেতা মজিবর বেপারী,সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন মোল্লা সহ নানা শ্রেণী পেশার শত শত নারী ও পুরুষ । পরে  উল্লেখিত অভিযোগ তুলে  ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের অপসারণ ও শাস্তির দাবীতে স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইনলাম,উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।এদিকে এ প্রসঙ্গে বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ বলেন তিনি  তিন বারের ইউপি চেয়ারম্যান। সর্বশেষ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা না পাওয়া স্বার্থান্বেষী মহল ও নৌকা প্রতিক পেতে ব্যর্থরা সম্মিলিতভাবে তার ভাবমূর্তি ক্ষুন্ন ও তাকে নিছক হয়রানি করার জন্য সুপরিকল্পিত ভাবে  এসব অপ-প্রচার ও অপ তৎপরতা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335