শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

বানারীপাড়ার জ্ঞানের বাতিঘর খ্যাত এসএস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা॥

মোঃ সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বানারীপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডে অবস্থিত জ্ঞানের বাতিঘর খ্যাত এসএস প্রি-ক্যাডেট বিদ্যাপিঠকে এখন বলা হয় শহরের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। স্বনামধন্য এই বিদ্যাপিঠ থেকে ২০১৭ সালের প্রাথমকি সমাপণী (পিইসি)তে মোট ১৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। যার মধ্য থেকে ১ জন ট্যালেন্টপুলে এবং ৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি এবং বাকি ৫ জন (এ-প্লাস) পাওয়ার মধ্য দিয়ে (পিইসি)তে শত ভাগ পাসের গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে এসএস প্রি-ক্যাডেট স্কুল। এছাড়াও এই বিদ্যাপিঠটির নার্সারী থেকে চতৃর্থ শ্রেণীতে ২০১৭ সালের ফাইনাল পরীক্ষায় ২ শত ১০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। যাদের মধ্যে ১ শত ১০ জন শিক্ষার্থী এ-প্লাস পেয়ে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং বাকি ১ শত শিক্ষার্থী (এ-গ্রেড) পেয়ে পরবর্তী ক্লাসে পদায়ন করে। বিগত বছর গুলোতেও এই বিদ্যাপিঠ থেকে অংশ করা সকল শিক্ষার্থীরা শত ভাগ পাস করায়,বিদ্যাপিঠটি জ্ঞানের বাতিঘর উপাধী দিয়েছে অভিভাবক,সুধি সমাজ ও সাধারণ মানুষ। বিদ্যাপিঠটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম আজাদ সিআইপি,ফলাফলে বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য বজায় রাখার জন্য আয়োজন করেন শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। ১৩ এপ্রিল শুক্রবার সকালে আশিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে বিদ্যাপিঠের নিজস্ব ক্যাম্পাসের সবুজ আঙ্গিনায় অনষ্ঠিত হয় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। তাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত হয় অভিভাবক শিক্ষার্থী ও অন্য অতিথিরা। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করার মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করে,সন্তানদের নৈতিক শিক্ষা অর্জনের উপরে জোর দিতে বলেন শিক্ষক ও অভিভাবকদের। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে তোমরাই একদিন আমাদের জায়গায় এসে কাজ করবে। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাহমুদিয়া প্রি-ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক মাষ্টার মোঃ সাইদুল ইসলাম,সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল,মোঃ সুজন মোল্লা,আরডিপিএস’র ম্যানেজার রতন দাস,বরিশাল অগ্রযাত্রা আইডিয়াল মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,এসডিএস সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মোঃ নূর আলম,এসএস প্রি-ক্যাডেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম আজাদের সহধর্মিনী ও বিদ্যাপিঠের অধ্যক্ষ শারমিন সুলতানা বিথী,তাদের বড় কন্যা অর্থি আজাদ,এছাড়াও সহকারী শিক্ষক মন্ডলী,অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রাথমিক সমাপণীতে যারা বৃত্তি, এ-প্লাস পেয়েছে ও নার্সারী থেকে চতুর্থ শ্রেণীতে যারা এ-প্লাস পেয়েছে তাদেরকে সহ যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে শত ভাগ উপস্থিতি থেকেছে এবং যারা প্রতি সেমিষ্টার পরীক্ষায় প্রথম হয়েছে তাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজ করানোর পরে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে “আগামীকে আমরাই দেখাবো আলোর পথ” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335